মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: বেআইনি দখলকারি বরদাস্ত নয়, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক দোকান, চন্দননগরে অব্যাহত উচ্ছেদ অভিযান

Pallabi Ghosh | ২৭ জুলাই ২০২৪ ১৭ : ৫০Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: কোনও রকমের বেআইনি দখলদারি বরদাস্ত করা হচ্ছে না। সরকারি জায়গায় যা কিছুই বেআইনি নজরে পড়ছে, সবই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এভাবেই উচ্ছেদ অভিযান অব্যাহত রাখা হয়েছে চন্দননগরে। উচ্ছেদ অভিযানে রেয়াত করা হচ্ছে না শাসক দলের দলীয় কার্যালয়কেও। প্রয়োজনে ইলেকট্রিক করাত ব্যবহার করে কেটে উড়িয়ে ফেলা হচ্ছে ছোট বড় টিনের শেড।

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর রাজ্য জুড়ে পুরসভা এবং পুরনিগম এলাকায় দখল হয়ে থাকা সরকারি জায়গা ফাঁকা করতে উদ্যোগী হয় পুর প্রশাসন। সেই অনুযায়ী সরকারি জমি দখল করে থাকা বেআইনি দখলদারদের পুরসভা এবং পুর নিগমের তরফে প্রথমে নোটিশ দিয়ে জমি খালি করার বিষয়ে জানিয়ে দেওয়া হয়। তারপর মাইকিং করে চূড়ান্ত সময় সময়সীমাও বেঁধে দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর চন্দননগর কর্পোরেশন এলাকার অনেকেই দখলমুক্ত করে অন্যত্র সরে যান।

তার পরেও যারা প্রশাসনের তরফে বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমা লঙ্ঘন করেছেন, নিজে থেকে সরে যাননি, প্রশাসনের তরফে সেই সমস্ত দখলদারদের সরিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে। অনেকেই দখল করা জায়গায় দোকান এবং কংক্রিটের স্লাব সরিয়ে নিয়েছেন। আর যারা দখল তুলে বা সরিয়ে নেননি, শনিবার তাঁদের কংক্রিটের স্লাব এবং দোকানের শেড ইলেকট্রিক করাত দিয়ে কেটে দখল মুক্ত করার কাজ চালানো হয়।

এদিন চন্দননগর কর্পোরেশনের এলাকার তালডাঙ্গার বোড় দিঘির ধার এলাকায় দখল মুক্তের কাজে নামে কর্পোরেশনের পিডব্লিউডি বিভাগ। সরকারি জমিতে থাকা পাকা নির্মাণ থেকে শুরু করে টিনের শেড, কংক্রিট যাবতীয় ভেঙে দেওয়া হয়। হাতুরি দিয়ে মেরে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেআইনি কংক্রিটের স্লাব। চন্দননগর পুরনিগমের তরফে জারি থাকা এই উচ্ছেদ অভিযানে কোনও প্রকারভেদ নজরে পড়েনি। ফলে কোনও রাজনৈতিক দোষারোপ বা পক্ষপাতের অবকাশ থাকেনি। কারণ উচ্ছেদ অভিযানের শুরুতেই উর্দিবাজার এলাকায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। কর্পোরেশনের তরফে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার আশীষ ভৌমিক দাবি করেন, ফুটপাত দখল মুক্ত করার কাজ চলছে। পুরনিগমের সর্বত্রই এই কাজ চালানো হবে। পুর প্রশাসনের নির্দেশে অস্থায়ী দখল সরানো হচ্ছে। রাস্তা পরিষ্কার জন্য এই কাজ চলছে।
ছবি পার্থ রাহা।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...

ধূপগুড়িতে দেশী বাজনার প্রতিযোগিতা, তুলে ধরা হল রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি...

রবিবারেও ভাসছে বাংলা, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে...

মাকে বাঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর ছেলের মৃত্যু ...

বিজেপির বড়সড় ভাঙন মথুরাপুরে! শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে...

উর্বরতার উৎসবে সাতদিনের ব্রত, ডায়না-জলঢাকায় বিসর্জন করম পূজার...

ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন, হাড়হিম ঘটনা বীরভূমে...

শুরু হল আজকাল প্রোপার্টি ফেয়ার, প্রথম দিনেই অপ্রত্যাশিত সাড়া...

আজ থেকে হাওড়া-তারকেশ্বর এবং আরামবাগ শাখায় বন্ধ থাকছে ৮টি লোকাল ট্রেন ...

জনসাধারণকে উৎসবে, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান তৃণমূল সাংসদ রচনার ...

জেলা লোকশিল্পী সম্মেলন হল হুগলিতে



সোশ্যাল মিডিয়া



07 24